সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফরিদগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্যাহ আল জুম্মা (জুম্মান পাঠান) কে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটওয়ারীর এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। অব্যাহতির ঘোষণাটি দেয়া হয়েছে গত ৪ মার্চ জেলা ছাত্রদলের দলীয় প্যাডে।
সূত্রে জানা গেছে, চিঠিতে ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্যাহ আল জুম্মা (জুম্মান পাঠান)কে দল থেকে অব্যাহতি দেয়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
এদিকে, জুম্মন পাঠানের সাথে কোন রূপ সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নেতৃবৃন্দ নিদের্শ প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2026 Dailyalokitochandpur. All rights reserved.