চাঁদপুরে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গন-অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, ইমাম, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। তিনি বক্তব্যে বলেন, সামাজিক কর্মকান্ডগুলো নিয়ে কাজ করে থাকে সংগঠনটি। এই জন্য জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাসকে সামাজিকভাবে আমাদের প্রতিহত করতে হবে।
ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. আব্দুস সালাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, ম্যাফের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষকদলের সভাপতি ও ম্যাফের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, সদস্যসচিব মাহমুদুল হাসান, যুগ্ম সদস্যসচিব সামাউল হাসান, সদর উপজেলা জামায়েত ইসলামের আমির মাও. আফসার উদ্দিন মিয়াজী, সদর থানা জাতীয়পার্টি সভাপতি জাকির হোসেন হিরু, পৌর জাতীয়পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ পলাশ, জেলা ছাত্রসমাজের সভাপতি শরীফ পাটওয়ারী, ম্যাপের দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতু, জেলা মহিলাদলের নেত্রী অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জুবায়ের, রাকিব ভুইয়া, সাকিবুল ইসলাম, পৌর মহিলাদলের সহ-সভাপতি ফারজানা রুজি, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মামুন, তারণ্যের অগ্রদুতের সাধারণ সম্পাদক তাহসিনুর রহমান বুননসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের এফসিডিও- এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই আলোচনা সভায় সহায়তা করে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.