ঢাকা বিমানবন্দর থেকে হত্যা মামলার আসামী যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শহরের পুরানবাজারে ডেংগুর ছেলে আল-আমিন (৩৫) কে ২০২৪ সালের হত্যা মামলায় ঢাকা শাহজালাল আন্ত:র্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল আন্ত:র্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ও পরিবারের লোকজন।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
তিনি জানান, শহরের পুরানবাজারের আল-আমিন নামের যুবককে ২০২৪ সালে গুলি করে হত্যা করার মামলায় মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝি আসামী। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায়ও তাদের নাম রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া আরো বলেন, ঢাকা বিমানবন্দর থানা থেকে দুজনকে গ্রেফতারের বিষয়ে আমাদেরকে জানিয়েছে। চাঁদপুর থেকে বুধবার সকালে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.