ফরিদগঞ্জে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে এক প্রবাসীর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রকাশ্যে দিনে দুপুরে এমন ন্যক্কারজনক হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা আতঙ্কে দিন কাটছ ভুক্তভোগী পরিবারের সদস্যদের। স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বালিথুবা গ্রামের সফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ডুবাই প্রবাসে অবস্থান করছেন। তাদের পার্শ্ববর্তি কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ইউসুফের ছেলে মো. রুবেল (৩০)’র সাথে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী সুমি বেগম বলেন, আমার স্বামীর সাথে রুবেল হোসেনের পূর্ব একটি বিরোধ ছিল। গত কয়েকদিন পূর্বে স্থানীয় শালিসরা সেই বিরোধ মিটিয়ে দিয়েছেন। আমি প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে রান্না ঘরে ইফতার তৈরীতে ব্যস্ত ছিলাম। এসময় প্রথমে রুবেল আমার ঘরে প্রবেশ করে সে আমার গলায় দা ঠেকিয়ে জবাই করে দিবে বলে ভয়বীতি প্রদর্শন করে। পরবর্তিতে আলমিরার চাবী নিয়ে আমাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণের গহনা ও দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এছাড়াও সে আমাদের দেয়াল টিভিসহ নানান আসবাবপত্র ভাঙচুর করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে অভিযুক্ত রুবেল হোসেন’র বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. লিটন, তানিয়া আক্তারসহ আরো অনেকেই বলেন, দিনে দুপুরে অন্যবাড়িতে এসে একজন প্রবাসীর স্ত্রীর গলায় ধারালো দা ঠেকিয়ে হামলা, ভাঙচুর লুটপাট এমন ঘটনা আমরা ফ্লিমে দেখলেও বাস্তবে আর দেখেনি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, বিষয়টি দুঃখজনক। রুবেল হোসেন গংরা এলাকাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। প্রশাসন দ্রুত তাদের আইনের আওতায় না আনলে তাদের অপরাধের প্রবনতা আরো বেড়ে যাবে। তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা প্রয়োজন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, লিখিত অভিযোগের আলোকে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.