অবশেষে মাদকসহ চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে আশ্রাফ খান ও মোঃ মনির হোসেন বুলেট গ্রেফতার হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
জানা যায়, মোঃ মনির হোসেন বুলেট (৩৭) হচ্ছেন চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী মঠখোলার মৃত রহিম মিয়া ও মনোয়ারা বেগম দম্পতীর ছেলে। তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আরেক অপরাধী আশ্রাফ খান (৪২) হচ্ছেন হাফানিয়ার অহিদ খান ও আলেয়া বেগমের ছেলে। তাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, মঠখোলার এই বুলেট হচ্ছে খুব ধূর্ত মাদক কারবারী। আমরা যে দুজনকে ধরেছি তাদের দুজনের বিরুদ্ধেই চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় যথাক্রমে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে বুলেটের মামলার বাদী হচ্ছেন আমাদের পরিদর্শক তরিকুল ইসলাম এবং আশ্রাফের মামলার বাদী হচ্ছেন পরিদর্শক মোঃ আহসান হাবিব। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে এবং চলবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.