দীর্ঘ দেড়যুগের অধিক সময় স্ত্রী ও কোমলমতি শিশু আয়াত (৩) এর বিন্দুমাত্র খোঁজ খবর নিচ্ছেনা স্বামি হায়দার পাটোয়ারী। স্ত্রীর অধিকার নিয়ে স্বামীর বাড়ি গেলেও নির্মম নির্যাতনের শিকার হয়ে অসহায়ত্ব নিয়ে বাবার বাড়ি ফিরে আসতে হচ্ছে অসহায় ইতি আক্তারকে।
জানাগেছে, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার ইতি আক্তারকে বিয়ে করেন মতলব দক্ষিন উপজেলার মহামায়া বাজার এলাকার করবন্দ তালুকদার বাড়ির বাসিন্দা সুলতান পাটোয়ারীর ছেলে প্রবাসী হায়দার পাটোয়ারীর (৩৮)। বিয়ের পর ১ মাস পর্যন্ত স্ত্রী ও শশুরবাড়ির লোকজনের সাথে সু সম্পর্ক বজায় রাখার অভিনয় করেন। পরবর্তিতে শশুর পক্ষ থেকে হাওলাত বাবদ মোটা অংকের অর্থ নিয়ে প্রবাসে চম্পট নেয়। এরপর স্ত্রীর অধিকার নিয়ে ইতি আক্তার স্বামীর বাড়ি গিয়ে জোরপূর্বক থাকার চেষ্টা করলেও তার শাশুড়ী জাহানারা বেগম, ভাসুর মানিক পাটোয়ারী, ছোট ভাই মাহাবুব পাটোয়ারী গংরা অসহায় ইতি আক্তারকে প্রতিনিয়ত নির্মম নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে বাড়ি থেকে কোমলমতি শিশু আয়াতকেসহ বের করে দেয়।
স্থানীয়রা জানান, প্রবাসী হায়দার পাটোয়ারী আগেও শিল্পী নামের নারায়নগঞ্জের এক নারীকে বিয়ে করেছিলো। সে নারী মারা গেছে। তাকে হায়দার মেরে ফেলেছে বলেও এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনে জানান। হায়দারের পূর্বের সংসারে ১টি কন্যা রয়েছে। এদিকে ইতি আক্তারকে ২য় বিয়ে করার ১ মাস পর কাতার চলে যায়। হায়দার ও তার ছোট ভাই কাতারে থাকে। স্ত্রী ইতি আক্তার ও ৩ বছরের শিশু আয়াতের পর্যন্ত কোন খোঁজ খবর নেযনি। উল্টো ইতি আক্তারের ভাসুর মানিক পাটোয়ারী ও ছোট দেবর মাহাবুব পাটোয়ারী বিভিন্ন অযুহাতে ইতি আক্তারকে মারধরসহ নানান অত্যচার করে। পরবর্তিতে এসব বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে গন্যমান্যদের নিয়ে বৈঠক করলেও তাতে কোন সমাধান পায়নি অসহায় ইতি আক্তার। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী হায়দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে বিভিন্ন লোকমাধ্যমে ইতি আক্তার জেনেছেন তার স্বামী হায়দার এরমধ্যে গোপনে দেশে এসেছিলেন এবং তাকে না জানিয়ে আরেকটি বিয়ে করার খবরও পাওয়া গেছে।
এ বিষয়ে অসহায় গৃহবধূ ইতি আক্তার জানান, তার কোমলমতি ৩ বছরের সন্তানটির খাওয়া দাওয়া ও ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। এ বিষয়ে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.