কচুয়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট টুর্নামেন্ট খেলার ম্যাচ চালাকালীন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে কমেন্ট করার অভিযোগে কলেজ ছাত্র অন্তর মজুমদার (২২) কে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার দুপুরে অন্তরকে কুমিল্লা শহরে চৌধুরীপাড়া আদালত পাড়ায় তার ফুফু সবিতা নন্দির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা গ্রামের বিধান মজুমদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলার ম্যাচ চলাকালীন ফেইসবুক (শধঃযু ঢ়যরষষরঢ়) ফেইজে লাইভ খেলা চলাকালীন সময়ে কমেন্টে অহঃধৎ গড়ুঁসফবৎ ফেইসবুক আইডি থেকে আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি কমেন্ট করেন। কমেন্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অন্তর মজুমদার নিজ আইডি থেকে পরবর্তীতে ফেসবুকে ভুল স্বীকার করে ভিডিও বার্তা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোরে কচুয়া, শাহরাস্তি ও লাকসাম এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ক্ষোভে একদল যুবক অন্তর মজুমদারের বাড়িতে বসতঘরের সামনে প্রার্থনা করা ছোট টিনশেড ঘর ভাংচুরের চেষ্টা করলে ঘরের ভিতরে থাকা বাক্সটি নিচে পড়ে যায়। বাক্সের ভিতরে থাকা রাধা কৃষ্ণের বাধানো ছবি ছিল যাহা পড়ে যায়, কোন প্রতিমা ছিল না। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ওসি জানান, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে ফেসবুকে কটুত্তি করায় অন্তর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.