আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে রাত ৮ পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন দুলাল, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুজাম্মেল হোসেন মজুমদার পরান প্রমূখ।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দক্ষিণ পাশের এস বি টাওয়ার, আলীগঞ্জে অবস্থিত আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কিবরিয়া, ব্রেইন ও স্পাইন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ সাইফুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ পিংকু সেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ রবিউল ইসলাম, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ নুসরাত জাহান, জেনারেল প্রেক্টিশনার এবং স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসক ডাঃ পিনাজ রূহানী অনন্যা।
এছাড়াও সকল মেডিকেল টেস্টে ৩৫% ডিসকাউন্ট ও মেডিসিনে ১০% ডিসকাউন্ট দেওয়া হয়।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রহমতে এলাহী (হাকিম) বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই বিশেষ আয়োজনটি করেছি, যাতে অত্র এলাকার গরিব ও অসহায় রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের লক্ষ্য হলো সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলা, এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.