গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত কাজের জন্য বুধবার কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও নরসিংদী, রূপগঞ্জসহ বেশ কিছু গ্যাসের চাপ কম থাকবে।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটিসিএল কর্তৃক মনোহরদি গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪"×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টা হতে ৬ ফেব্রুয়ারি, (বৃহষ্পতিবার) সকাল ৬ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.