আর্সেনাল বড় ম্যাচে তাদের শক্তি নতুন করে দেখালো। চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিলো। এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নামিয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবে যোগ দিলো গানাররা।
অধিনায়ক মার্টিন ওডেগার্ড দ্বিতীয় মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। আকাঞ্জি ভুল করে বলের দখল হারালে সুযোগ কাজে লাগান তিনি।
বিরতির পর ৫৫তম মিনিটে আর্লিং হাল্যান্ড সিটিকে সমতা ফেরান। এরপরই গোলবন্যায় ভাসে ম্যানচেস্টার ক্লাব। আর আর্সেনাল টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো।
সিটি এক মিনিটেরও কম সময় সমতায় ছিল। থমাস পার্টি আর্সেনালকে লিড এনে দেন। এরপর মাইলস লুইস স্কেল্লি ক্লাবের হয়ে প্রথম গোল করেন।
কাই হ্যাভার্জ আরেকটি গোল করে ম্যানসিটির ফেরার রাস্তা বন্ধ করে দেন। কাউন্টার আক্রমণে গিয়ে বদলি ইথান নোয়ানেরি পঞ্চম গোল দেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.