দেখতে দেখতে শেষের দিকে চলছে বিপিএলের এগারতম আসরের খেলা। নতুন আমেজে বিপিএল থাকলেও মাঠে এবং মাঠের বাহিরে সমালোচনা যেনো শেষ হয়নি। এরই মাঝে বিদেশি তারকা ক্রিকেটারদের দেখাই মেলে না। এদিকে বিদেশি তারকার ঘাটতি, খেলার মান নিয়ে প্রশ্ন, প্রশ্নবিদ্ধ ম্যাচ, এবাদে বিশ্বব্যাপী বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তোলপাড় এবারের বিপিএল।
সব মিলিয়ে হতাশায় ভরপুর ফ্র্যাঞ্চাইজি আসর। এত বির্তকদের মাঝে ভক্ত-সমর্থকদের জন্য সুখবর দিয়েছে রংপুর রাইডার্স। মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি।
বিদেশ থেকে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে রংপুর। দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পা রাখছেন তিন বিদেশি ক্রিকেটার। এরপর বিশ্রাম শেষে দুপুরে রংপুরের হয়ে মাঠে নামবেন তারা। জানা গেছে, সেই তিন বিদেশি ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশকিছু বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। এখন সে পথেই হাঁটছে দলটি।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.