আশির দশকের মাঝামাঝি সময়ে বলিউডে আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিল পারভীন ববি। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন। কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন কয়েকটি চলচ্চিত্রে পারভীনের সঙ্গে জুটিবদ্ধ ভাবে কাজ করেছেন।
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পারভীনের বায়োপিকে নামভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনালী বোস।
প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, তৃপ্তিও নাকি ডেট দিয়েছেন এই বায়োপিকের জন্য।
পারভীনের প্রথম ছবি ‘চরিত্র’ ব্ক্স অফিসে সফল হয়নি। ১৯৭৪ সালে ‘মজবুর’ এবং ১৯৭৫ সালে ‘দিওয়ার’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিগুলো মূলধারার ছবিতে তাকে প্রতিষ্ঠা দেয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে বিদেশি পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন পারভীন।
পারভীনের উল্লেখযোগ্য ছবিগুলো হলো, ‘কালা পাত্থর’ (১৯৭৯), ‘দো আউর দো পাঁচ’ (১৯৮০), ‘শান’ ( ১৯৮০), ‘ ক্রান্তি’ (১৯৮১), ‘নমক হালাল’ (১৯৮২) ইত্যাদি। তার শেষ ছবি ‘ইরাদা’ (১৯৯১)। অভিনয়ের আসার আগে মডেলিং করতেন পারভীন ববি।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.