২০১৭ সালে সাত পাকে বাঁধা পরেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা জুটি। এদিকে গত বছরই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।
তবে এখনও প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি সামান্থা। নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে সামান্থা এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামান্থার নতুন প্রেমিক ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক রাজ নিদিমোরু।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থা কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির হন সামান্থা। দু’জনের পোশাকের মধ্যেও ছিল একই রঙের ছোঁয়া।
শেয়ার করা ছবিগুলো নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা এবার বিচ্ছেদ বেদনা ভুলে নতুন করে স্বপ্ন দেখছেন সামান্থা। অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রথমবার নয়, মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্টুরেন্টে দেখা যায় এই নতুন জুটিকে। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি সামান্থা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.