দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাথর বোঝাই ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক বিরামপুর রেলগেটে এঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আশরাফুল ইসলামের ছেলে ট্রাক হেলপার আরিফ ও পঞ্চগড় জেলার সদর উপজেলার। ট্রাক চালক মাহবুব হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, ‘‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় পুলিশ ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.